এই মুহূর্তে জেলা

ডানকুনিতে গ্রেফতার হওয়া বিজেপি নেতা ঋত্বিক পাল সহ ছয় জনের জামিন।

হুগলি, ২৪ জানুয়ারি:- গত ৭ই জানুয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হুগলির ডানকুনিতে বিজেপির যুব মোর্চার সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল। ডানকুনি হাউসিং মোড় থেকে ডোমজুড় বাইক র‍্যালি যাওয়ার কথা ছিল। ওই দিন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ থাকায় বাইক র‍্যালির অনুমতি দেয়নি পুলিশ। অনুমতির তোয়াক্কা না করে পুলিশের ব্যারিকেড ভেঙে ডানকুনি হাউসিং মোড় থেকে র‍্যলি শুরু হতেই চন্দননগর পুলিশ বিজেপি কর্মিদের বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বিজেপি নেতাকর্মীরা দীর্ঘক্ষন দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পরবর্তী সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয় বিজেপি কর্মীদের আক্রমণে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে।

গোটা ঘটনায় আটক দুই বিজেপি কর্মীকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে যায় বিজেপি নেতাকর্মীরা। এই ঘটনায় ডানকুনি থানায় পুলিশের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করে তদন্তে নামে ডানকুনি থানার পুলিশ। ৯ই জানুয়ারি গ্রেফতার হন প্রাক্তন মেজর ঋত্বিক পালসহ ছয় বিজেপি নেতাকর্মী। তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। বিরোধীদলনেতা সহ বিজেপি নেতৃত্ব জেলে যাওয়া বিজেপি নেতা কর্মিদের পরিবারের সঙ্গে দেখা করেন। আজ শ্রীরামপুর আদালত বিজেপি দু হাজার টাকা করে ব্যাক্তিগত বন্ডে তাদের জামিন মঞ্জুর করে। শ্রীরামপুর সংশোধনাগার থেকে তাদের ছাড়া হয় বিজেপি কর্মিরা ফুলমালা দিয়ে বরন করে নেয়।