এই মুহূর্তে জেলা

কোন্নগর বই মেলায় চাঁদের হাট।

হুগলি, ১১ জানুয়ারি:- রাজ্য বিধানসভা হট্টগোলের জায়গা নয়, অথচ অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এ রাজ্যের বিধানসভায় বিরোধীরা হইহট্টগোল এবং ওয়াক আউটের পথে হাঁটছেন, তারা যে যে কেন্দ্র থেকে জিতে এসেছেন সেইসব কেন্দ্রের মানুষের সুখ-দুঃখের কথা রাজ্য সরকারের ত্রুটি বিচ্যুতিগুলি তুলে ধরতে তারা সেইভাবে পারছেন না। বুধবার ১৭ তম কোন্নগর বইমেলায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথাগুলি বললেন পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিধানসভায় একটি মাত্র বিরোধী দল রয়েছে, অন্যান্য দলগুলি তাদের প্রতিনিধি পাঠাতে পারেননি, লোকসভায় মাল্টিপার্টি সিস্টেমের মতন অন্যান্য নানা রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, এখানে এটা হলে ভালো হতো।

অন্যদিকে মেলার সম্বন্ধে বলতে গিয়ে কোন্নগর পৌরসভার পুরপ্রধান স্বপন দাস জানালেন কোন্নগর বইমেলা এই এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, শুধুমাত্র কোন্নগর নয় আশপাশের এলাকা থেকেও বহু মানুষ প্রতিদিন এই মেলায় আসেন, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না ।এবারের মেলায় বিভিন্ন নামিদামি শিল্পীদের বই যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসের স্টল নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। এর সঙ্গে প্রতিদিন এখানকার সংস্কৃতি মঞ্চে বাংলার নামিদামি শিল্পীরা নানা স্বাদের গানের ডালি নিয়ে হাজির থাকছেন। সঙ্গে থাকছে নানা বিষয়ের উপর আলোচনার চক্র, কবিতার আসর ।সবথেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে পুষ্প প্রদর্শনী, নানা রং বাহারি ফুল স্থান পেয়েছে, এবারের বই মেলায়। তাই কোন্নগর বই মেলা প্রকৃত অর্থে মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতিদিনই থাকছে কলকাতার নামি নামিদামি শিল্পীদের অনুষ্ঠানও।