এই মুহূর্তে জেলা

চুঁচুড়া কোর্ট ক্যান্টিনে আগুন।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে।


হুগলি, ৮ জানুয়ারি:- চুঁচুড়া আদালতের কোর্ট লকআপের নীচে রয়েছে কোর্ট ক্যান্টিন। রাত নটা দশ নাগাদ ক্যান্টিনের জানালা দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে কয়েকজন পথচারি পুলিশে খবর দেয়।চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ক্যান্টিন কর্মি পার্থ মাল বলেন, প্রতিদিন সন্ধার পর ক্যান্টিন বন্ধের আগে উনুন নিভিয়ে দেওয়া হয়।

কি করে আগুন লাগল বুঝতে পারছি না। দমকল আধিকারীক দেবাশিষ বিশ্বাস জানান, উনুনে কাঠ চাপা দেওয়া ছিল। উনুনে আগুন না নিভিয়ে ক্যান্টিন বন্ধ করে চলে যায় কর্মিরা।সেই কাঠ থেকে আগুন ধরে যায়। আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।ক্যান্টিনে গ্যাস সিলিন্ডার থাকলেও বড় কোনো ক্ষতি হয়নি।