এই মুহূর্তে কলকাতা

রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী দায়িত্ব নিলেন।

কলকাতা, ৩১ ডিসেম্বর:- রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন ভগবতী প্রসাদ গোপালিকা। তিনি হরিকৃষ্ণ দ্বিবেদীর স্থানাভিষিক্ত হলেন। ২০২১ থেকে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের পদে ছিলেন বিপি গোপালিকা। তার আগে ১৯৮৯ ব্যাচের আইএএস আধিকারিক প্রাণীসম্পদ, পরিবহণ দফতরের দায়িত্ব সামলেছেন। ২০২৪ সালের ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা। এদিকে, আজই রাজ্যের স্বরাষ্ট্র সচিব হিসেবে দ্বায়িত্ব নিলেন নন্দিনী চক্রবর্তী। তিনি ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। বর্তমানে তিনি ছিলেন পর্যটন দফতরের প্রধান সচিব। সম্প্রতি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয় রাজভবন। নন্দিনী চক্রবর্তী ১২ জন অতিরিক্ত মুখ্যসচিবকে টপতে স্বরাষ্ট্র সচিবের পদে যাচ্ছেন।

অতীতে অত্রি ভট্টাচার্য প্রিন্সপ্যাল সেক্রেটারি ছিলেন। তাঁকে স্বরাষ্ট্র সচিব পদে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণভাবে দেখা যায় অতিরিক্ত হোম সেক্রেটারি পদে যারা থাকেন তাদেরই স্বারাষ্ট্র সচিব পদে আনা হয়ে থাকে। অত্রী ভট্টাচার্যের ক্ষেত্রে সেই প্রথার ব্যতিক্রম হয়েছিল। ফের একবার তা হল নন্দিনী ভট্টাচার্যের ক্ষেত্রে।রাজ্যপালের সেক্রেটারির পদ থেকে সরিয়ে দেওয়ার পরই নন্দিনীকে পর্যটন দফতরের সেক্রেটারির পদে আনা হয়। এবার তাঁকে স্বারাষ্ট্র সচিবের পদে আনা হয়। অন্যদিকে সদ্য প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে।আগামী তিন বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ করা হয়েছে। অর্থ দফতরের সচিব হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁকে মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল বলে প্রশাসনিক সূত্রে খবর।