হাওড়া, ৩০ ডিসেম্বর:- পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ার সলপ কাটলিয়া এলাকায়। হাওড়া আমতা রোডের উপর বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে চলছিল বালি নামানোর কাজ। রাস্তা দখল করে রাখা গাড়ি অতিক্রম করতে গিয়েই উল্টোদিক থেকে আসা পণ্যবাহী ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হয় আশীষ মাল নামের এক ব্যক্তির।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। ঘাতক গাড়ি পলাতক। এই ঘটনায় সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার জেরে যান চলাচল সাময়িক ব্যাহত হয়। ঘাতক গাড়ি চালকের খোঁজ চলছে।