এই মুহূর্তে জেলা

ডুমুরজলার বস্তিতে পরিদর্শন ফিরহাদের, ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়ার ঘোষণা।

হাওড়া, ২১ ডিসেম্বর:- সোমবার সন্ধ্যায় হাওড়ার ডুমুরজলার ড্রেনেজ ক্যানেল রোডের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো এখানে এসেছি যাতে কাজ চালু করে দেওয়া যায়। ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী মনোজ তিওয়ারি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলছেন। তাঁদের অ্যাকাউন্ট নম্বর সংগ্রহের পর সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এছাড়াও আমরা পুরসভার তরফ থেকে এদের জন্য রড এবং টিনের ছাউনি দেওয়া ঘর তৈরি করে দিচ্ছি। আশা করা হচ্ছে জানুয়ারির ১৫ তারিখের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমরা পুরসভাকে এক সপ্তাহের জন্য সময় দিয়েছি।