এই মুহূর্তে জেলা

মঙ্গলবার দুপুরের মধ্যেই চালু করে দেওয়া হলো লঞ্চ পরিষেবা।

হাওড়া, ১৯ ডিসেম্বর:- যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে মঙ্গলবার দুপুরের মধ্যেই চালু করে দেওয়া হলো লঞ্চ পরিষেবা। পশ্চিমবঙ্গ সারফেস পরিবহন নিগমের তরফে হুগলী নদী জলপথ পরিবহন সংস্থাকে বেশ কয়েকটি লঞ্চের ব্যবস্থা করে দেওয়ায় ফের চালু হয় লঞ্চ পরিষেবা। প্রসঙ্গত, যাত্রী পরিবহনের কাজে নিযুক্ত লঞ্চগুলির (ভেসেল) রক্ষণাবেক্ষণের কারণে এদিন মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত টানা ৬ দিন প্রথমে সংস্থার তরফে ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড কর্তৃপক্ষ।

এর ফলে সকাল থেকে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। সমিতির কর্মীরা জানিয়েছিলেন ভেসেলের ফিট সার্টিফিকেট আসার পরই পরিষেবা শুরু হবে। তবে, আশার কথা পশ্চিমবঙ্গ সারফেস পরিবহন নিগমের তরফে হুগলি নদী জলপথ পরিবহন সংস্থাকে বেশ কয়েকটি লঞ্চের ব্যবস্থা করে দেওয়ায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ফের চালু হয়ে গেল লঞ্চ পরিষেবা।