এই মুহূর্তে জেলা

ডাকাতির ঘটনার কিনারা হুগলিতে, গ্রেপ্তার তিন, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ মোটরবাইক।


হুগলি, ১৩ ডিসেম্বর:- হুগলির চন্দনপুরে সিএসসি সেন্টারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনার কিনারা করল হুগলি গ্রামীণ জেলা পুলিশ। হরিপাল থানার পুলিশ এর হাতে গ্রেফতার তিন, উদ্ধার আগ্নেয়াস্ত্র গুলি সহ একটি নাম্বার হিন নুতন কালো রঙের বাইক। শহিদুল শেখ সহ আরো একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় এবং তারপর তাদেরকে হেফাজতে নিয়ে আরো কোন কোন থানার এলাকায় কোন কোন ঘটনায় জড়িত রয়েছে এরা সেটাও তদন্ত করে দেখছে হুগলি গ্রামীন জেলা পুলিশ।

আজ এই ঘটনার পর হরিপাল থানায় সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার।পুলিশ আধিকারিক আরো জানান এরা তিনজন বর্ধমানের শক্তিগড়ের সোনার দোকানে, হুগলির সিঙ্গুর থানা এবং চন্ডীতলা থানার এলাকায় বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত। তাদের হুগলির চন্দননগর আদালতে হাজির করার পর তাদের কে পুলিশের হেফাজতে নেওয়া হবে। তবে এদের বিষয়ে আরো কিছু তদন্তের প্রয়োজন আছে, নির্দেশ অনুযায়ী যেটা বলা সম্ভব নয়।