এই মুহূর্তে জেলা

বর্ধমান স্টেশনের ঘটনায় সহায়তা কেন্দ্র খোলা হলো হাওড়া স্টেশনে।

হাওড়া, ১৩ ডিসেম্বর:- বুধবার দুপুরে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে রাখা জলের ট্যাঙ্কের পাশের দেওয়ালের একটি অংশ ভেঙে প্ল্যাটফর্মের উপর পড়ে দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয় এবং ২৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর নিরাপত্তা ব্যবস্থা হিসাবে দুর্ঘটনার পরই বর্ধমানের লাইন ১, ২ এবং ৩ দিয়ে ট্রেন চলাচল স্থগিত করে দেওয়া হয়।

রেলের আধিকারিক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যান। আহতদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাওড়ার বিভাগীয় রেলওয়ে ম্যানেজারও ঘটনাস্থলে ছুটে যান।এদিকে, এই ঘটনার সাথে সম্পর্কিত একটি হেল্প বুথ খোলা হয় হাওড়া স্টেশনেও। যার যোগাযোগ নং: 033-2640-2242 (BSNL) এবং 22933 (রেলওয়ে)।