হাওড়া, ৫ ডিসেম্বর:- মঙ্গলাহাটে আসার আগে খোদ মালিককেই একটি ঘরে আটকে রেখে সর্বস্ব লুঠ করে পালালেন এক শ্রমিক। চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। জানা গেছে, হাওড়ার হাটে ব্যবসা করতে যাওয়ার জন্য রাতে ওই শ্রমিককে নিয়েই কারখানায় ছিলেন মালিক শ্যামসুন্দর দাস। সকালে যখন হাটে যাওয়ার জন্য তিনি বাইরে বেরতে যান তখন শ্যামসুন্দর বাবু দেখেন দরজা বাইরে থেকে আটকে রাখা হয়েছে।
কারখানার ক্যাশ বাক্স থেকে লোপাট হয়ে গিয়েছে টাকাপয়সা ও মোবাইল ফোন। এদিকে, বাইরে বেরতে না পেরে দরজা ধাক্কা দিতে থাকেন মালিক। এরপর কয়েক ঘন্টা পরে এসে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে।