কলকাতা ২৮ নভেম্বর:- উত্তরাখন্ডের উত্তরকাশীর সিল্কিয়ারাতে নির্মীয়মান সুড়ঙ্গে ধ্বসে আটকে থাকা ৪১ জন শ্রমিদের মধ্যে রাজ্যের তিন জন শ্রমিককে উদ্ধারের পরে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দিতে রাজ্য সরকার এক প্রতিনিধি দল সেখানে পাঠিয়েছে। নতুন দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দপ্তরের জনসংযোগ আধিকারিক রাজদীপ দত্তর নেতৃত্বে মোট চার সদস্যের এক প্রতিনিধি দলকে সেখানে পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এক্স হ্যান্ডেল এ জানিয়েছেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন শুভব্রত প্রামাণিক, সোমনাথ চক্রবর্তী এবং রাজু কুমার সিনহা। উত্তরাখন্ড সরকার সহ সেখানে উদ্ধারকাজে যুক্ত থাকা সব দলের সঙ্গে সমন্বয় রেখে এই প্রতিনিধি দল তাদের সব ধরনের সহযোগিতা করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য আটকে থাকা মোট ৪১ জন শ্রমিকের মধ্যে হুগলির পুরশুড়ার সৌভিক পাখিরা, জয়দেব প্রামানিক ছাড়া কোচবিহারের মানিক তালুকদার রয়েছেন।