এই মুহূর্তে জেলা

বিশ্বকাপ উন্মাদনা হাওড়ার কুলগাছিয়ায়। ব্যাট, বল থেকে বিশ্বকাপের রেপ্লিকা তৈরি করা হয়েছে সন্দেশ ক্ষীর দিয়ে।

হাওড়া, ১৯ নভেম্বর:- আজ বিশ্বকাপের মেগা ফাইনাল। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বকাপের জ্বরে আক্রান্ত কোটি কোটি ভারতীয়। সবকিছুর মধ্যেই ক্রিকেটের ছোঁয়া। এইরকম যখন উন্মাদনা তখন হাওড়ার কুলগাছিয়ায় এক মিষ্টির দোকানে দেখা গেল বিশ্বকাপের রেপ্লিকা, ব্যাট-বলের আদলে তৈরি মিষ্টি। আর তা কিনতে ক্রেতাদের দেদার ভিড়। জানা গিয়েছে কুলগাছিয়া স্টেশন, সংলগ্ন একটি নামী মিষ্টির দোকানে সন্দেশ দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বকাপের রেপ্লিকা, এবং ব্যাট, বল।

ব্যাট এবং বল বিক্রি হচ্ছে কুড়ি টাকা পিস হিসেবে। সবটাই সন্দেশের তৈরি। দোকানের মালিক জানান, ভারত জিতলে ব্যাট ও বলের আদলে তৈরি মিষ্টি বিতরণ করবেন তিনি। মিষ্টি কিনতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই।