এই মুহূর্তে জেলা

ভক্তদের বুকের রক্তে আজও পূজিত হন পান্ডুয়ার ‘পথের মা’।


হুগলি, ১৩ নভেম্বর:- কালী পুজোয় আজও বুক চিরে রক্তদেন ভক্তরা , ২০ ভরি সোনা ও ৫০ ভরি রুপো অলংকারে ভূষিত হন পান্ডুয়ার মণ্ডলাইয়ের পথের মা। আজ রবিবার বৈকাল পাঁচটায় এমনই ছবি পান্ডুয়ার মণ্ডলাই গ্রামে। দীপান্বিতা অমাবস্যায় পান্ডুয়ার মন্ডলাই পথের মায়ের পুজো হয়। আনুমানিক ৪০০ বছর আগে পুজো শুরু হয়েছিল বলে মনে করা হলেও সঠিকভাবে দেবীর প্রতিষ্ঠা কবে হয় তা এলাকার সকলেরই অজানা। জানাযায়, পান্ডুয়ার মন্ডলাই একদা ছিল জনশূন্য এলাকা মন্ডলাই এর উপর দিয়ে বয়ে যেত কঙ্ক নামে নদী। সেই নদীর তীরেই ছিল শ্মশান ।কথিত আছে সেই শ্মশান ছিল তন্ত্রসাধকদের পীঠস্থান।সেখানেই এক তন্ত্রসাধকের হাত ধরে এই কালীপুজোর শুরু হয় বলে লোকশ্রুতি রয়েছে।

জনশ্রুতি আছে, ওই কাপালি এক রাতের মধ্যে দির্ঘাঙ্গি কালীমূর্তি তৈরির পর পুজো করতেন। সেই রাতেই বিসর্জন দিতেন। সবটাই করতেন লোক চক্ষুর আড়ালে। তবে হঠাৎ এক এক গৃহী লোক কাপালিকের এই ক্রিয়াকলাপ দেখে ফেলে। তারপর তার হাতেই পুজোর সমস্ত কিছু সমর্পণ করে নিজে অন্তর্হিত হয়ে যান কাপালিক। সেই সময় থেকেই তিনি পুজো করতেন। কালক্রমে সেই মূর্তি শ্মশান থেকে রাস্তার ধারে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে এটি চলে আসে বারোয়ারী পুজো কমিটির হাতে। পথের পাশে বারবার এই পুজো হয়ে আসায় এই কালির নাম পথের মা। প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যায় এখানে কালীপুজো হয় ।প্রতিবছর এখানে পাঠা বলি হয়। মানসিক করা বহু মানুষ দণ্ডী কাটেন ।তবে বিশেষভাবে উল্লেখ্য মানসিক করা অনেকেই মাকে নিজের বুক চিরে রক্ত প্রদান করেন ।যা আজও এখানে হয়ে আসছে। গ্রামের প্রচুর মানুষ আসেন এই পূজোতে। জানালেন পুজো কমিটির সভাপতি শুভঙ্কর নন্দী।