এই মুহূর্তে কলকাতা

চলতি বছরে দুর্গা পুজোকে ঘিরে ৭২ হাজার কোটি টাকার আর্থিক লেনদেন, নবান্নে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১ নভেম্বর:- অর্থনৈতিক কর্মকান্ড ও কর্মসংস্থানের নিরিখে চলতি বছরের পুজো নতুন উচ্চতা স্পর্শ করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, চলতি বছরে পুজোকে ঘিরে ৭২ হাজার কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে এবং তিন লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের প্রাথমিক সমীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। তবে তাঁর অনুমান, সমীক্ষার চূড়ান্ত ফলে এই পরিমাণ ৮০ থেকে ৮৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। গত বছর পুজোকে ঘিরে আর্থিক কর্মকাণ্ডের পরিমাণ ৩৮ হাজার কোটি টাকা ছিল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সকলের সহযোগিতায় পুজো খুব শান্তিতে, সুন্দরভাবে হয়েছে। এবার পুজো যে উচ্চতায় উঠেছে, আগামীদিনে আমরা আরও ভালোভাবে করব।’ তিনি বলেন এই টাকার অনেকটাই সাধারন দরিদ্র মানুষ, লোকশিল্পীদের হাতে এসেছে। এতে তারা প্রভূত উপকৃত হবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পুজো এবং কার্নিভালের আয়োজনের জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের আপামর বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য তিনি লোকশিল্পীদের বিশেষভাবে ধন্যবাদ জানান।