এই মুহূর্তে জেলা

ঠাকুর ভাসানে দুষ্কৃতি হামলা, হাওড়ার দাসনগরে উত্তেজনা।

হাওড়া, ২৬ অক্টোবর:- ঠাকুর ভাসান করে ফেরার পথে দুষ্কৃতি হামলার ঘটনা ঘটলো হাওড়ার দাসনগরের বালিটিকুরি ঘোষপাড়ায়। ওই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ব্যাট, উইকেট।

অভিযোগ, এলাকারই কিছু দুষ্কৃতি এই হামলায় যুক্ত। দুষ্কৃতিদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। হামলাকারীরা শিবপুর বিধানসভা এলাকায় রাজনৈতিক ঘনিষ্ঠ বলেও অভিযোগ। তবে এদিন কী কারণে হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।