এই মুহূর্তে জেলা

রাজ্যপালের দেওয়া দুর্গা রত্ন আর্থিক অনুদান প্রত্যাখ্যান পুজো কমিটির।

উঃ২৪পরগনা, ২৬ অক্টোবর:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজোয় আর্থিক অনুদান দেওয়ায় রাজ্যপালের দেওয়া দুর্গা রত্ন আর্থিক অনুদান প্রত্যাখ্যান করল নদীয়ার কল্যানীর আইটিআই মোড় লুমিনাস ক্লাব। উল্লেখ্য মাত্র কয়েকদিন আগে আইটিআই মোর লুমিনাস ক্লাবের মন্ডপ সজ্জা পরিদর্শন করতে এসেছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, এরপর কল্যাণীর বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে কলকাতার উদ্দেশ্যে ফিরে যান তিনি। এদিন কল্যাণীর আইটিআই মোর লুমিনাস ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করে রাজ্যপাল, যদিও রাজ্যপালের দেওয়া আর্থিক অনুদান লিখিতভাবে জানতে পারিনি পুজো উদ্যোক্তারা।

তাদের দাবি তারা শুনেছেন এখনো লিখিত কিছু হাতে পাইনি। যেখানে এ রাজ্যে দুর্গা পুজো করতে দেয়া হয় না বলে দিল্লিতে নালিশ করা হয়, সেখানে রাজ্যের রাজ্যপাল মন্ডপ শয্যা দেখতে এসে বলে গেছেন এ রাজ্যে দুর্গাপুজো হয়। রাজ্যপালের দেওয়া আর্থিক অনুদান তারা এই কারণেই প্রত্যাখ্যান করেন। এ রাজ্যে ১০০ দিনের কাজের টাকা থেকে বঞ্চিত মানুষ, সেখানে রাজ্যপালের দেওয়া আর্থিক অনুদান তারা নিতে পারবো না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের ক্লাব ও বারোয়ারি গুলিকে যে আর্থিক অনুদান করেছে তারা তাতেই সন্তুষ্ট। যদিও রাজ্যপালের দেওয়া আর্থিক অনুদান প্রত্যাখ্যান করা নিয়ে উঠছে প্রশ্ন।এখানেও কি চলছে রাজনৈতিক টানা পড়েন, নাকি মুখ্যমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদা পেয়ে সন্তুষ্ট লুমিনাস ক্লাব।