এই মুহূর্তে জেলা

তৃণমূল ও জয়হিন্দ বাহিনীর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কানাইপুরে।

হুগলি, ১০ অক্টোবর:- কানাইপুর নপরা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করলো তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের জয় হিন্দ বাহিনী। এমনিতেই এই স্কুলের সরকারি বড় বড় গাছ স্কুল ও পঞ্চায়েতে না জানিয়েই কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী পিন্টু খাড়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই স্কুল কতিপক্ষ থেকে শুরু করে পঞ্চায়েত ও বিজেপি দলের তরফ থেকে পুলিশ প্রশাসনের কাছে এই গাছ কেটে বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই বনদফতর থেকে জরিমানা করেছে পঞ্চায়েত সদস্যা সৌমিতা খাড়ার স্বামী পিন্টু খাড়াকে। এই গাছ কেটে বিক্রি করে দেওয়ার ঘটনায় নিন্দার ঝর উঠেছে সব মহল থেকেই। তৃণমূল দলের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এবার এই স্কুলেই তৃণমূলের জেলা সম্পাদক আচ্ছেলাল যাদব ও তৃণমূল জয় হিন্দ বাহিনীর কানাইপুর অঞ্চল সভাপতি পার্থ প্রদীপ ঘোষ, পঞ্চায়েত সদস্য নন্দ দুলাল নস্কর এর নেতৃত্বে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো তৃণমূল দলের নেতা কর্মীরা।

এদিনের এই বৃক্ষরোপণ করে তৃণমূলের জেলা সম্পাদক অচ্ছেলাল যাদব বলেন গাছ কাটা অন্যায় কাজ। যে বা যারা এই কাজ করেছে তাকে তৃণমূল দল সমর্থন করেনা। তার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা হবে। আজ স্কুলের ছেলে মেয়েদের নিয়ে স্কুলে অনেক গাছ লাগানো হলো। আর গাছ বাঁচানোর জন্য এলাকার মানুষকেও অনেক সচেষ্ট হতে হবে। যে বা যারা এই কাজ করবে তার প্রতিবাদ করতে হবে। আর তৃণমূল জয় হিন্দ বাহিনীর অঞ্চল সভাপতি পার্থ প্রদীপ ঘোষ বলেন যেভাবে এই স্কুলের গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে সেটা তো আর হয়তো ঠিক করা সম্ভব না। তাই যে কটা গাছ কাটা হয়েছে তার থেকে অনেক বেশি গাছ আজ লাগানো হলো। আগামী দিনেও এই কর্মসূচি কানাইপুর এলাকা জুড়েই চলবে। আর যে বা যারা এই স্কুলের গাছ কেটে বিক্রি করেছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। স্কুলের সহকারী শিক্ষক মনোজ কুমার রায় বলেন, এই উদ্যোগ খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগ আগামী দিনে আরো নেওয়া উচিৎ।