এই মুহূর্তে জেলা

সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন বিধায়ক।

হাওড়া, ৩ সেপ্টেম্বর:- ছাত্রীটি মেধাবী। কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে সে কিছুতেই অনার্সে ভর্তি হতে পারছিল না। ভর্তির টাকা জোগাড় করতে না পেরে চিন্তায় পড়েছিল তার পরিবার। সেই খবর জানতে পেরেই এগিয়ে আসেন চিকিৎসক বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। তিনি কলেজে ভর্তির পুরো টাকাই ওই ছাত্রীর হাতে তুলে দেন। এদিনই ওই ছাত্রী বাংলা অনার্স নিয়ে বেলুড়ের লালবাবা কলেজে ভর্তি হয়। বিধায়ক এদিন ছাত্রীর পাশে এসে দাঁড়ালেন শুধু তাই নয়, আগামী দিনে ছাত্রীটি যাতে সম্পূর্ণ বিনা খরচে কলেজে পড়াশোনা করতে পারে সেই নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গেও কথা বলেন। এনিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক রাণা চট্টোপাধ্যায় বলেন, এটি খুবই সামান্য একটি কাজ। ছাত্রীটি কলেজে ভর্তির ফি জমা দিতে পারছিলেন না। সে যাতে বাংলা অনার্স নিয়ে ওই কলেজে পড়াশোনা করতে পারে তার জন্যই তার পাশে দাঁড়িয়েছি।