এই মুহূর্তে জেলা

এশিয়াডে একই ইভেন্টে দু’জনকে সোনা।

সোজাসাপটা ডেস্ক, ৪ অক্টোবর:- সেকেন্ডকে ১,০০০ ভাগে ভেঙেও নিখুঁত সংখ্যা বের হল না। এশিয়ান গেমসে পুরুষদের ১১০ মিটার হার্ডলসে সোনা জিতলেন দুই অ্যাথলিট – জাপানের শূন্যা তাকায়ামা এবং কুয়েতের ইয়াকুব আলইউহা। যে ইভেন্টে কোনও অ্যাথলিট রুপো পাননি। ব্রোঞ্জ পেয়েছেন চিনা অ্যাথলিট। তবে যাবতীয় প্রসংশা ছিনিয়ে নিয়েছেন তাকায়ামা এবং ইয়াকুব।

তাকায়ামা এবং ইয়াকুব এমনভাবে রেসটা শেষ করেন, তা খালিচোখে তো বোঝাই যাচ্ছিল না। ফিনিশিনিং-ও বোঝা যাচ্ছিল না। দেখা যায় যে ইয়াকুবের পা যে সময় ফিনিশিং লাইন পার করছে, সেইসময় তাকায়ামার মাথায় ফিনিশিং লাইন পার করে যাচ্ছে। কে আগে ফিনিশিং লাইন পার করেছেন, তা কিছুতেই বোঝা যাচ্ছিল না। এরপর শুরু হয় ক্যালকুলেটরে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু ১ সেকেন্ডকে ১০০০ বার ভেঙেও হিসেবে পার্থক্য খুঁজে পায়নি এশিয়াডের কর্মকর্তারা।