হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- বেআইনি প্রমোটিংয়ের অভিযোগ তুলে আক্রান্ত অভিযোগকারীরা, হাওড়ার শিবপুর কাজীপাড়ায় উত্তেজনা। এই ঘটনায় প্রমোটারের লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। শিবপুরের কাজীপাড়া এলাকার জি টি রোডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় আহত হয়েছেন তিনজন। মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় স্কুলের এক প্রধান শিক্ষককে।
তাঁকে বাঁচাতে এসে আক্রান্ত হন আরও ২ জন। ঘটনার পর আহতদের নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। অভিযোগের তীর প্রমোটার ও তার লোকজনদের বিরুদ্ধে। অভিযোগ এলাকায় অন্যের জমিতে প্রমোটিং নিয়ে আরটিআই করেন সেখানকার বাসিন্দারা। সেই কারণেই হামলা বলে দাবি আক্রান্তদের। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।