হুগলি, ২৪ সেপ্টেম্বর:- আন্ত ক্লাব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীরামপুরের ইকল্যাট সুইমিং ক্লাবে। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন। ছিলেন বিখ্যাত সাঁতারু ইলা পাল, বালি বিএড কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ দাস, সমাজসেবী শ্যামল বোস, শ্রীরামপুর পুরসভার পুর পারিষদ গৌড়মোহন দে সহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিধায়ক অরিন্দম গুইন জানান সাঁতার শরীরচর্চার অন্যতম ইভেন্ট, সেই সাঁতার প্রতিযোগিতার মধ্যে দিয়ে উঠে আসবে ভবিষ্যতের সাঁতারুরা। সেক্ষেত্রে এই ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ। ক্লাবের সহ-সম্পাদক কৌশিক চ্যাটার্জি জানান আমাদের লক্ষ্য ভবিষ্যতের জাতীয়, আন্তর্জাতিক স্তরে সাঁতারদের সুযোগ করে দেওয়া। একই দাবি আরেক সহ সম্পাদক সুখেন কর্মকারেরও। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুশি সাতারুরা।