এই মুহূর্তে জেলা

শালিমার থেকে ছাড়ল শ্রমিক স্পেশাল ট্রেন।

 

 

 

হাওড়া,১৭ মে:- দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর পাশাপাশি এবার ভিন রাজ্য থেকে এই রাজ্যে কাজের জন্য আসা পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দিতে পশ্চিমবঙ্গ থেকে প্রথম ট্রেন ছাড়ল রবিবার দুপুরে। হাওড়ার শালিমার থেকে বিকানেরের উদ্দেশ্যে  রওনা হয় ওই শ্রমিক স্পেশাল ট্রেন। এদিন  দুপুর ২-৩৫ মিনিট নাগাদ কয়েক’শ যাত্রী নিয়ে ওই ট্রেন শালিমার থেকে বিকানেরের উদ্দেশ্যে রওনা হয়। ওই ট্রেনে প্রথমে আরও  যাত্রী যাওয়ার কথা থাকলেও এদিন ট্রেনে যাত্রী ছিলেন অনেক কম। স্টেশনে আসার পর প্রথমে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হয়। প্রত্যেক যাত্রীর হাতে স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করা হয়। সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই সকলে ট্রেনে ওঠেন। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে এরাজ্য থেকে এটি প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন যেটি আজ শালিমার থেকে বিকানের রওনা হল। এদিনের ট্রেনটি  শালিমার থেকে  ৪১৫ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু  করে। লকডাউনের জেরে ৫০ দিনেরও বেশী সময় আটকে পড়ার পর অবশেষে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরাও।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.