এই মুহূর্তে কলকাতা

নিপা রোগীর খোঁজ মিলল।


কলকাতা, ২০ সেপ্টেম্বর:- ডেঙ্গি, ম্যালেরিয়ার বাড়বাড়ন্তের মধ্যেই রাজ্যে এবার নিপা ভাইরাসে আক্রান্ত রোগীরও খোঁজ মিলল। এই ভাইরাসে আক্রান্ত মঙ্গলকোটের এক বাসিন্দাকে বর্তমানে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর জ্বর সহ অন্যান্য উপসর্গ রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই রোগীকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল এবং পরে বেলেঘাটা আইডি-তে রেফার করা হয়।

আক্রান্তের নমুনা পরীক্ষার জন্য পুনেতে পাঠানো হচ্ছে। তাঁকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক। তাঁর জ্বর সহ অন্যান্য উপসর্গ রয়েছে। কেরলে ইতিমধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত ৬ জনের খোঁজ মিলেছে। এঁদের মধ্যে ২ জন মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিপা ভাইরাসে মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ। এই  ভাইরাস  এক রোগীর দেহ থেকে অন্যের শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।