এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশনে প্রতিবাদে নামলেন হকাররা।

হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- কোন্নগরের ঘটনার প্রতিবাদে আরপিএফের বিরুদ্ধে এবার একযোগে রুখে দাঁড়ালেন রেলের হকাররা। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া স্টেশনেই মাল নিয়ে বসে পড়েন রেলের হকাররা। কয়েকশো হকার হাওড়া স্টেশনেই সন্ধে থেকে হকারি করতে বসে পড়েন। জাতীয় বাংলা সম্মেলনের সভাপতির অভিযোগ, গতকাল কোন্নগরে রাতের অন্ধকারে আরপিএফ তাদের বেশ কিছু হকারদের দোকান তুলে নিয়ে যায়। তাদের হকারি বন্ধ করে দেয়। এর বিরুদ্ধেই হকারদের এই প্রতিবাদ। তাদের দাবি হকারদের রুজি রুজিতে যদি বাধা দেওয়া হয় তাহলে হাওড়া স্টেশনে বসেই তারা হকারি করবেন। এবং রেলের আইআরসিটিসির যত দোকান আছে তার পাশে বসেই তারা হকারি করবেন।

তাদের একটাই দাবি তাদের হকারি করতে দেওয়া হোক। তাদের রুজি রোজগার যেন বন্ধ না করা হয়। যদি এইভাবে আরপিএফ তাদের জোর করে দোকান তুলে দেয়, হকারি বন্ধ করে দেয় তাহলে তারা আজকে থেকে হাওড়া স্টেশনে বসেই হকারি করবেন। এবং এরপরেও যদি আরপিএফ তাদের জোর করে হটাতে যায় তাহলেও তারা এখান থেকে সরবেন না।