কলকাতা, ১১ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রার আগে নতুন করে তাঁকে উদ্বেগে ফেলতে চান না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। রাজ ভবনে আজ মুখ্যমন্ত্রী ও কেন্দ্রকে পাঠানো তাঁর দুটি চিঠি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল এই মন্তব্য করেন। তিনি বলেন, গোপন বিষয় গোপনীয়ই থাকা উচিত। যেহুতু মু্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন তাই তাঁকে নতুন করে উদ্বেগে পড়ুন তা তিনি চাননা। মুখ্যমন্ত্রী ফিরে এলে তার পরেই এই বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কটাক্ষ করে রাজ্যপাল বলেন, তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলবেন তাঁর নিযুক্ত কোনো অধস্তন ব্যক্তির সঙ্গে নয়।
কারণ সাংবিধানিক কাঠামো অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের সহযোগী হিসাবে তাঁকে রিপোর্ট করেন। এদিন রাজ্য সরকারের ফাইল আটকে রাখার অভিযোগ নিয়েও মুখ খোলেন রাজ্যপাল। অভিযোগ খারিজ করে তিনি বলেন এটা ঠিক যে বেশ কয়েকটি ফাইল অমীমাংসিত রয়েছে। তবে সেটা তার তরফ থেকে নয়। কারণ ওই সমস্ত ফাইলের মধ্যে 6 টি ফাইলের ব্যাখ্যা তলব করা হয়েছে। যার উত্তর নবান্ন থেকে এখনো আসেনি। আর মাত্র একটি ফাইল আদালতে বিচারাধীন রয়েছে। সেক্ষেত্রে মামলার নিষ্পত্তি না হাওয়া পর্যন্ত তার মীমাংসা করা সম্ভব নয়।