এই মুহূর্তে জেলা

আদিত্য এল-ওয়ানের সফল উৎক্ষেপণে খুশি হাওড়ার বালির শতাব্দ মজুমদারের বাড়িতেও।

হাওড়া, ২ সেপ্টেম্বর:- আবারও ইসরো’র মুকুটে সাফল্যের নতুন পালক যুক্ত হয়েছে। সূর্যের উদ্দেশ্যে আজই পাড়ি দিয়েছে ইসরো’র আদিত্য এল-ওয়ান। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হয়েছে আদিত্য এল-ওয়ানের। আর এই খুশির ছোঁয়া লেগেছে হাওড়ার বালির শতাব্দের বাড়িতেও। জানা গেছে, আদিত্য এল ওয়ান প্রকল্পে গত ৫ বছর ধরে যুক্ত রয়েছেন বালির মেধাবী ছেলে শতাব্দ মজুমদার। ২০১২ সালে বেলুড়ের সানরাইজ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ৯৭% নং পেয়ে আইএসসি উত্তীর্ণ হয়ে পদার্থবিদ্যা নিয়ে কলকাতার সেন্ট জেভিয়ার্স থেকে স্নাতক তিনি।

এরপর মাদ্রাজ আইআইটি থেকে স্নাতকোত্তর মাস্টার্স করেন। তারপর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স থেকে পিএইচডি করে বর্তমানে নৈনিতালে আর্যভট্ট রিসার্চ ইন্সটিটিউটে গবেষণারত বৈজ্ঞানিক শতাব্দ মজুমদার। আদিত্য এল ওয়ান প্রকল্পের নির্দিষ্ট একটি ক্ষেত্রে বৈজ্ঞানিক পরিকল্পনায় তিনি যুক্ত রয়েছেন গত ২০১৭ সাল থেকে। বালির বাড়িতে রয়েছেন বাবা মা। ছেলের সাফল্যে উচ্ছসিত তাঁরা। ফেসবুকেও বালির অসংখ্য মানুষের অভিনন্দনের বন্যা শতাব্দকে। আজ সকাল ১১-৫০ মিনিটে শ্রী হরিকোটায় আদিত্য এল ওয়ান উৎক্ষেপণের পর শতাব্দ ফোনে জানিয়েছেন তার অনুভূতির কথা। ছেলের এই সাফল্যে খুশি বাবা দেবকুমার মজুমদার ও মণিকা মজুমদার।