কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- পূর্ব ঘোষণা মত আগামী ১১ ই ডিসেম্বর প্রাথমিকে টেট পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সন্ধ্যায় জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষিত যোগ্য প্রার্থীরা আগামী ১৪ই অক্টোবর থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন। সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ দেড়শো টাকা, অন্যান্য অনগ্রসর শ্রেনীভুক্তদের জন্য একশো টাকা এবং তফশিলী জাতি ও উপজাতি ভুক্ত প্রার্থীদের ৫০ টাকা দিতে হবে।
এনসিটিই র নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে জানান হয়েছে। উল্লেখ্য প্রাথমিকে এগারো হাজারের বেশি শূন্যপদ পূরনের জন্য আগামী ১১ই ডিসেম্বর রাজ্যে আরও এক দফায় টেট পরীক্ষা নেওয়া হবে বলে পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই ঘোষনা করেছিলেন।