এই মুহূর্তে জেলা

লোকসভা ভোটের মকপোল চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের।

হুগলি, ২৭ আগস্ট:- শ্রীরামপুরে লোকসভা ভোটের মক পোল চলাকালীন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক যুবকের, গরমে হাওয়া খাবে বলে নিজের দিকে পাখা ঘোরাতে গিয়ে বিপত্তি! খবর পেয়ে হাসপাতালে এলাকাবাসীদের জমায়েত, ভীর হঠাতে লাঠি উঠিয়ে তারা পুলিশের। রবিবার শ্রীরামপুর ডেনিস গভর্নর হাউসে চলছিল লোকসভার নির্বাচনী প্রস্তুতি পর্ব (মক পোল)। ইভিএম কন্ট্রোল ইউনিট ও ভিভি প্যাট চেকিং চলছিল। সেই সময় পেডিস্টাল পাখা ঘোরাতে বিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন এক কর্মী। তড়িঘড়ি তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম ছোটু রাজভর (বয়স ২৩) বাড়ি চাঁপদানী খাঁ পুকুর এলাকায়। খবর পেয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে জরো হয় যুবকের প্রতিবেশি ও পরিজন। হাসপাতাল চত্বরে উত্তেজনা হঠাতে শ্রীরামপুর থানার পুলিশ লাঠি উঁচিয়ে হাসপাতাল চত্বর খালি করে দেয়। মৃত যুবকের দাদা বলেন, আমরা সবাই কাজে ছিলাম।

ভাই এর গরম লাগছিল তাই পাখা ঘোরাতে যায়। পাখায় হাত দিয়ে পরে গেলো। আমার ভাই মরে গেলো। সিদ্ধার্থ জশোয়ার নামে এক যুবক ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, আমরা চল্লিশ জন কাজ করছিলাম। ছোট্টু পাখাটাকে ঘোরাতে গেলো আর শখ লেগে গেলো।মনে হয় পাখার তার খোলা ছিল। লোহার স্ট্যান্ডে সেই খোলা তার ছুঁয়ে থাকায় পাখাটাই কারেন্ট হয়ে যায়। মকপোলে হাজির থাকা বিজেপি প্রতিনিধি স্বপন চক্রবর্তী বলেন, শ্রীরামপুর লোকসভার মকপোল চলছিল। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইভিএম নিয়ে আসা বাক্স খোলার কাজে নিযুক্ত কয়েকজন বসে ছিল। গরম লাগায় স্ট্যান্ড পাখাটা নিজেদের দিকে ঘোরাতে গিয়ে শক খায় এক যুবক। টিনের বাক্সর ফাঁকে পরে থাকায় আমি ভাবি মৃগি হয়েছে হয়তো। আমি তাকে তুলতে এগিয়ে যাই একজন মহিলা তখন বলেন ও শক খেয়েছে। আমি পিছিয়ে আসি। ওখানে আরো অনেকে ছিল বড় দূর্ঘটনা হতে পারত। জেলা প্রশাসন সূত্রে খবর কি কারনে দূর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।