এই মুহূর্তে জেলা

শীততাপ নিয়ন্ত্রিত আর্ট গ্যালারির উদ্বোধন চন্দননগরে।

হুগলি, ২৬ আগস্ট:- হুগলি জেলায় একটা ভালো আর্ট গ্যালারির চাহিদা ছিল অনেক দিনের।সেই চাহিদা পূরন হল শনিবার। চন্দননগরে উদ্বোধন হলো শীততাপনিয়ন্ত্রিত আর্ট গ্যালারি। ‘অবনীন্দ্র শিল্প প্রদর্শশালা’ নামে এই গ্যালারির উদ্বোধন করেন চিত্রকর যোগেন চৌধুরী।উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন,মেয়র রাম চক্রবর্তী,পুর কমিশনার স্বপন কুন্ডু সহ বিশিষ্টজন। শনিবার সন্ধায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, চন্দননগর সহ সমগ্র জেলার শিল্পীদের দীর্ঘ দিনের চাহিদা ছিলো একটি প্রদর্শশালার। এদিন সেই চাহিদা পূরণ করা হলো। বাংলা তথা দেশের বিখ্যাত শিল্পীদের ৪০ টি বিরল ছবি এবং শিল্প কর্মের প্রদর্শনীর মধ্য দিয়ে পথ চলা শুরু করলো ‘অবনীন্দ্র শিল্প প্রদর্শশালা’। প্রত্যেকদিন দুপুর ২ টো থেকে প্রদর্শশালা খোলা থাকবে সন্ধ্যা ৮ টা পর্যন্ত।

অনেক কম খরচে শিল্পীরা তাঁদের প্রদর্শনী করতে পারবেন। নূন্যতম সাত দিন পর্যন্ত প্রদর্শনী করা যাবে। খরচ ধার্য্য করা হয়েছে গোষ্ঠীর জন দিনে ২ হাজার টাকা। একক ভাবে নিলে সেই ভাড়া পরবে দের হাজার।হুগলি জেলার মধ্যে চন্দননগর রবীন্দ্র ভবন মূলত অন্যতম শিল্প সংস্কৃতির পীঠস্থান হিসেবেই পরিচিত। তাই শিল্প প্রদর্শশালার জন্য এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্যের প্রত্যেক জেলায় রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় এই রকম প্রদর্শশালা তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে এদিন, চন্দননগর রবীন্দ্র ভবনে প্রয়াত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মান্না দে, শচীন দেব বর্মন এবং রাহুল দেব বর্মনের স্মরণে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। শনিবার এবং রবিবার দুদিন ব্যাপী চলবে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।শনিবার সঙ্গীত পরিবেশন করেন, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, জয়তী চক্রবর্তী, ইন্দ্রানী সেন, লোপামুদ্রা মিত্র সহ বিশিষ্ঠ সঙ্গীত শিল্পীরা।