কলকাতা, ৩১ মার্চ:- রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার থেকে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি চালু হতে চলেছে। এবার দুয়ারে সরকার শিবির কে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবারই প্রথম রাজ্যের প্রতি বুথে শিবিরের আয়োজন করা হবে। এজন্য ১০ মার্চের মধ্যে ১ লক্ষ শিবিরের কর্মসূচি ইতিমধ্যেই স্থির করা হয়েছে। কর্মসূচীর প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শুক্রবার সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের বলেন, এবার এই কর্মসূচী থেকে ৩৩টি সরকারি পরিষেবার সুবিধা দেওয়া হবে।
এরমধ্যে এই প্রথমবার এই কর্মসূচী থেকে বিধবা পেনশন, মেধাশ্রী, ভবিষ্যত ক্রেডিট কার্ড ও কৃষকদের কৃষি সেচ যোজনা প্রকল্পে আবেদন করা যাবে। ইবার বুথস্তরে শিবিরের আয়োজন করা হবে। সাধারন মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আগামীকাল থেকে ১০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে জমা পড়া সব আবেদন খতিয়ে দেখে ১১ থেকে ২০ তারিখের পরিষেবা পৌঁছে দেওয়া হবে। রাজ্যজুড়ে বিভিন্ন শিবির পরিদর্শনের জন্য ৪৪ জন আই এ এস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ব্লক, জেলা ও রাজ্যস্তরে কন্ট্রোল রুম থাকবে। রাজ্যস্তরে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। যার নম্বর ১৮০০-৩৪৫-০১১৭ এবং ০৩৩-২২১৪-০৫১২। কর্মসূচী চলাকালীন রাজ্যজুড়ে মোট ৪৭৩টি কন্ট্রোল রুম চালু থাকবে বলে মুখ্যসচিব জানিয়েছেন। গত পাঁচটি দুয়ারে সরকার কর্মসূচী থেকে রাজ্যে মোট ৩ লক্ষ ৭৫ হাজার শিবিরের মাধ্যমে প্রায় সাত কোটি মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।