এই মুহূর্তে জেলা

নতুন ভোটার খুঁজতে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ শিবির চুঁচুড়ায়।

হুগলি, ১৯ আগস্ট:- হুগলিতে শতায়ু ভোটার তিনশোর বেশি, নতুন ভোটার খুঁজতে বিশেষ শিবির করছে জেলা প্রশাসন। ১৮ বছর বয়স হলে ভোটার তালিকায় নাম তুলতে পারেন তরুন তরুনীরা।তবে এখন আঠেরোর আগেই তালিকায় নাম তোলার জন্য ফর্ম সিক্স ফিলাপ করা যাবে। অনলাইনে জমা দেওয়া যাবে সেই ফর্ম।বয়স আঠেরো হলে তবেই নাম উঠবে ভোটার তালিকায়। বছরে চার বার এই ধরনের বিশেষ ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। আজ চুঁচুড়ার একটি শপিং মলে নতুন ভোটারদের নাম তুলতে হল বিশেষ শিবির। হুগলি জেলা শাসক পি দীপাপ প্রিয়া, সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী, ওসি ইলেকশান অমৃতা বর্মন রায়, বিডিও মগড়া প্রিয়াঙ্কা বালা, আইসি চুঁচুড়া অনুপম চক্রবর্তী সহ জেলা প্রশাসনের আধিাকরীকরা উপস্থিত ছিলেন।

প্রথম যাদের নাম উঠবে ভোটার তালিকায় তাদের অনলাইনে ফর্ম ফিলাপ করানো, ফর্ম বিলি করার পাশাপাশি কয়েকজন নতুন ভোটারের হাতেই এপিক তুলে দেওয়া হয়। সেলফি জোন করা হয় যেখানে দাঁড়িয়ে এপিক নিয়ে সেলফি তুলে নির্বাচন কমিশনের ওয়েব সাইটে আপলোড করতে পারেন নতুন ভোটাররা। জেলা শাসক জানান বুথ স্তরে বিএলও রা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন। খোঁজ নিচ্ছেন কাদের বয়স সতেরো হয়েছে। তাদের এখন থেকেই ভোটার তালিকায় নাম তোলার জন্য অনুপ্রানিত করা হচ্ছে। শেষ নির্বাচনে হুগলি জেলায় ৩২৭ জন শতায়ু ভোটার ছিলেন। সেই সংখ্যায় সংযোজন বিয়োজন কতটা হল তারও হিসাব রাখছেন বিএলওরা। পাশাপাশি নতুন ভোটার প্রত্যেকের যাতে নাম ওঠে তালিকায় তার জন্য এধরনের জন বহুল জায়গায় বিশেষ শিবির করা হচ্ছে। হুগলি জেলায় এই মুহুর্তে মোট ভোটারের সংখ্যা ৪৭ লাখ ৫১ হাজার ২৭০ জন।