এই মুহূর্তে খেলাধুলা

করোনা আক্রান্ত থিয়াগো আলকান্তারা

স্পোর্টস ডেস্ক , ৩০ সেপ্টেম্বর:- বায়ার্ন মিউনিখ জার্সি ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন পনেরো দিনও হয়নি। নতুন ক্লাবে যোগ দিয়ে মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন থিয়াগো আলকান্তারা। প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ক্লাবের পক্ষ থেকে নবাগত তারকা মিডফিল্ডারের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি অনুরাগীদের জানানো হয়েছে। লিভারপুলে যোগ দেওয়ার পর গত সপ্তাহে চেলসির বিরুদ্ধে রেডস’দের জার্সি গায়ে অভিষেক হয় এই স্প্যানিয়ার্ডের। ওই ম্যাচে ব্লুজ’দের ২-০ গোলে পরাজিত করে ক্লপের দল। তবে সোমবার আর্সেনালের বিরুদ্ধে ৩-০ জয়ের ম্যাচে মাঠে দেখা যায়নি গত মরশুমে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কান্ডারিকে।

আপাতত স্থানীয় প্রশাসনের নিয়ম মেনে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে আলকান্তারাকে। সম্প্রতি প্রিমিয়র লিগের ফুটবলার এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে ১৫৯৫ জনের শরীরে করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১০ জনের আক্রান্ত হওয়ার কথা জানায় প্রিমিয়র লিগ কর্তৃপক্ষ। লিভারপুল টিম চিকিৎসক জিম মক্সন জানিয়েছেন, ‘থিয়াগো সুস্থ আছে। তবে আমাদের সমস্ত প্রোটোকল মেনে চলতে হবে। গাইডলাইন মেনে থিয়াগো এখন সেলফ আইসোলেশনে থাকবে। আশা করবো খুব শীঘ্রই ফিরে আসবে।’ ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, ‘থিয়াগোর শারীরীক অবস্থা ভালোই রয়েছে এবং ও ধীরে-ধীরে সুস্থ হচ্ছে।’ ফুটবলারটি নিজে টুইটার হ্যান্ডেলে তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘এখন সেরে ওঠার সময়।