এই মুহূর্তে জেলা

প্রধান শিক্ষিকা না করার প্রতিবাদে বিদ্যালয়ের গেটেই অবস্থান।

হুগলি, ১৮ আগস্ট:- সিনিয়র হিসেবে তিনিই প্রধান শিক্ষিকা বলে দাবি। কিন্তু অভিযোগ তাঁকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না। প্রতিবাদে বিদ্যালয়ের গেটে অবস্থান শিক্ষিকার। গত ৯ অগস্ট থেকে চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের সামনে এই অবস্থান চালাচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা অনিমা কোলে ঘোষ। শুক্রবার এই নিয়েই সরগরম হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।

পথচলতি সাধারণ মানুষও সেখানে দাঁড়িয়ে পড়েন। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, উনি (অনিমা) প্রধান শিক্ষিকা নন। সরকারিভাবে একজন প্রধান শিক্ষিকা রয়েছেন, তাই ওঁনাকে প্রধানের চেয়ারে বসানোর কোনও প্রশ্নই নেই। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রঞ্জিত ঘোষ বলেন, আমরা বিষয়টি থানা ও জেলা শিক্ষা দফতরে জানিয়েছি। উনি ঠিক সুস্থ মস্তিষ্কের নয় বলে মনে হচ্ছে। না হলে কেন এরকম আচরণ করবে! এতে আখেরে বিদ্যালয়েরই বদনাম হচ্ছে।