হুগলি, ১৪ আগস্ট:- ইডি-সিবিআই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ছেড়ে রেখেছেন, সেই প্রশ্নই তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাতে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে ভারত মাতার একটি পূজানুষ্ঠানে এসে এ কথাই বললেন শুভেন্দু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মমতা রাইটার্স বিল্ডিংয়ে থাকাকালীন সারদার অ্যাম্বুলেন্স উদ্বোধনের জন্য পতাকা নেড়েছিলেন।
আজ ওঁনাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে! পাশাপাশি সিএএ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, কয়েকমাসের মধ্যেই এই আইন পশ্চিমবঙ্গে কায়েম হচ্ছে, আমার মাও বরিশালের। তিনিও ধর্মীয় অত্যাচারিত হয়ে এ দেশে এসেছিলেন। সিএএ মাস কয়েকের মধ্যেই চালু হচ্ছেই। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আর জ্বলবেন।