হাওড়া, ১৪ আগস্ট:- শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের পুজো করতে যাওয়ার আগে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো এক কিশোরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রীতম ঘুঘু নামের ওই কিশোর সোমবার বন্ধুদের সাথে বাড়ি থেকে বেরিয়েছিলো শিবের মাথায় জল ঢালবে বলে। কিন্তু তার আগে সাঁকরাইলে গঙ্গার ঘাটে স্নান করতে নেমে সে তলিয়ে যায়। ডুবুরি নামানো হয় উদ্ধার কাজে।
প্রায় চার ঘণ্টা পর ওই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত কিশোরের কাকা সত্যেন্দ্র ঘুঘু জানান, বাড়ি থেকে গঙ্গায় যেতে বারণও করা হয়েছিল প্রীতমকে। কারণ সে সাঁতার জানতো না। কিন্তু বাড়ির অমতেই সে জোর করে বেরিয়ে যায় সকালে। আর তারপরই এই দুর্ঘটনার খবর আসে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।