এই মুহূর্তে জেলা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিশ্ছিদ্র নিরাপত্তা হাওড়া স্টেশনে।

হাওড়া, ১৪ আগস্ট:- রাত পোহালেই মঙ্গলবার দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। নাশকতামূলক কাজকর্ম যাতে না হয় তারজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া স্টেশনকে। ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্স এবং পার্সেল বিভাগ মিলিয়ে স্টেশনের সর্বত্র পুলিশ কুকুর, হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে অ্যান্টি সাবোতেজ চেকিং চলছে বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে। দূরপাল্লার যাত্রীদের লাগেজ চেকিং, ট্রেনের বগি এবং স্টেশনের সব প্ল্যাটফর্মে বিশেষ তল্লাশির ব্যবস্থা করা হয়েছে।

শুধু এবছরই নয়, প্রতি বছরই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। জিআরপি এবং আরপিএফ বিভিন্ন ট্রেনে তল্লাশি চালানোর পাশাপাশি যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা, যাত্রীদের দেহ তল্লাশি করা সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। হাওড়া জিআরপি থানার আইসি সিদ্ধার্থ রায় জানান, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া স্টেশনকে।