এই মুহূর্তে জেলা

টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হুগলির রেজিস্ট্রি অফিসের মুখ্য করণিক।

হুগলি, ৫ আগস্ট:- সরকারি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হুগলি জেলা রেজিস্ট্রি অফিসের মুখ্য করণিক (হেড ক্লার্ক) পিনাকিরঞ্জন কাঞ্জিলাল। গত বুধবার চুঁচুড়া স্টেশনের কাছে ভাড়া বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাব-রেজিস্ট্রার ২ স্বাতী দে টাকা তছরুপ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন।

তার ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে পিনাকিকে গ্রেফতার করে বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পেশ করে। বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। দু’দিন ধরে বিষয়টি ওই দফতরেরই অনেকেই জানতেন না। শুক্রবার তদন্তের স্বার্থে পুলিশ পিনাকিকে দফতরে নিয়ে গেলে জানাজানি হয়। ঘটনায় অফিস চত্বরে শোরগোল পড়ে। পুলিশ তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে চায়নি। অন্যদিকে, স্বাতী দেও কোনও মন্তব্য করতে চাননি।