প্রদীপ বসু, ২৯ জুলাই:- মহাসমারহে হুগলি জেলার চাঁপদানির এংগাসে পালিত হল মহরম উৎসব। মুসলিম ধর্মীয় গুরু হজরত মোহাম্মদের স্মরনে জায়গার জায়গায় তাজিয়া বের করে, লাঠি তলোয়ার ও আগুনের খেলায় মেতে উঠল মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। হা হুসেন হা হুসেন ছিল তাদের আওয়াজ। পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রেখেই মহরম উৎসব পালিত হল।
কোথাও শরবত কোথাও মিষ্টি বিতরণ করল বিভিন্ন সংগঠনের সদস্যারা। চাপদানি ১৯ নং ওয়ার্ডে সকলের সঙ্গে মিলিত হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জি। ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সুরজ গুপ্ত সহ অন্যান্যরা।নেতৃবৃন্দ চাঁপদানি বাসিকে শুভেচ্ছা জানান।