কলকাতা, ২৭ জুলাই:- পঞ্চায়েত ভোটে হিংসা ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দল বিজেপির আনা মুলতুবি প্রস্তাবের ওপর আজ বিধানসভায় আলোচনা হবে। সভার প্রথমার্ধে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই প্রস্তাব আনলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ে দুটি বিষয় একই প্রকার তা জানিয়ে আজ দুপুর ২টার সময় এর উপরে ১ ঘন্টা আলোচনার জন্য গ্রহণ করেন। বিরোধী দলনেতা সহ একাধিক বিজেপি বিধায়ক ওই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবাবী ভাষণ দেবেন।
