হুগলি, ২০ জুলাই:- দুটি বুথে ব্যালট পেপার অদল বদল, তার পরেও হলো ভোট।
গননায় এক প্রার্থীর নামের ব্যালটে জয়ী আর এক প্রার্থী। আরামবাগের মলয়পুর ১ নং পঞ্চায়েতের এমনই ঘটনার অভিযোগের ভিত্তিতে বিস্ময় প্রকাশ হাইকোর্টের প্রধান বিচারপতির। আরামবাগ বিডিও – র কাছে রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিনহার। আগামী ২৫ তারিখের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। আর এই ঘটনাকে ঘিরে সোরগোল আরামবাগ জুড়ে। যদিও এমন কোনো ঘটনা তার নজরে আসেনি বলে জানান আরামবাগ বিডিও কৌশিক বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, আরামবাগের মলয়পুর ১ নং পঞ্চায়েতের দুটি বুথে ব্যালট পেপার অদল বদল হয়। এক বুথের ব্যালট পেপার অন্য বুথে যায় বলে অভিযোগ।
শুধু পঞ্চায়েতে নয়, পঞ্চায়েত সমিতির ব্যালট পেপারেও প্রার্থীর নাম পাল্টে যায়। তখন এবিষয়ে অভিযোগ জানানো হলেও নাকি কোনো কিছু সংশোধন না করেই ভোট করা হয় বলে অভিযোগ বিজেপির। আর ভোটের পর গননাও হয়। গননার পর ব্যালট পেপারে এক প্রার্থীর নামে অন্য প্রার্থী জয়ী হয়। কি ভাবে এমন ঘটনা ঘটবে? সেই প্রশ্ন তুলেই কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। সেই মামলার অভিযোগ খতিয়ে দেখে ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। আগামী ২৫ তারিখের মধ্যে বিডিওকে রিপোর্ট চেয়ে পাঠান বিচারপতি অমৃতা সিনহা। যদিও এবিষয়ে আরামবাগ বিডিও কৌশিক বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের সময় এবিষয়ে কোনো অভিযোগ জমা পরেনি। পাশাপাশি আদালতের কোনো লিখিত নির্দেশও তার কাছে আসেনি। এই নিয়ে বিজেপির পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও জানানো হয় ওই বুথে তৃনমুল জয়ী হয়ে আছে। তবে আদালত যা রায় দেবে সেটাই মেনে নেবে।