এই মুহূর্তে জেলা

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে পোস্টার হুগলিতে।

হুগলি, ১৭ জুলাই:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার ব্যানারে ঢাকছে হুগলি জেলা।” বাঙালী জাতির জঞ্জাল শুভেন্দু” এই পোস্টার বন্যার দেখা যাচ্ছে প্রায় হুগলি জেলার সর্বত্র।আর এই পোস্টার বন্যার লাগাচ্ছে বাংলা পক্ষ সংগঠন এর সমর্থকরা। ব্যানারে লেখা রয়েছে wbcs এ বাংলা ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক হয়েছে। কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী বাংলা ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক হওয়ার বিরুদ্ধে। শুভেন্দু পশ্চিমবঙ্গে উর্দু ও হিন্দিতে wbcs পরীক্ষা চায়।শুভেন্দু চায়না বাংলায় সরকারি চাকরি বাঙালিরা করুক।

তাই বাঙালী জাতির জঞ্জাল শুভেন্দু। এই লেখা ব্যানার হুগলি জেলার সর্বত্র লাগিয়ে দেওয়া হচ্ছে বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে। এই বিষয়ে বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বাংলা পক্ষর ৫ বছরের আন্দোলনের ফলে WBCS এ ৩০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক হয়েছে। এখন বাঙালির শত্রু বিজেপি ও বাঙালি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে গিয়ে হিন্দি-উর্দুর স্বার্থে লড়ছে। বাঙালি ঘরে জন্মে ওর লজ্জা হয়না? বাঙালি শুভেন্দু ও বিজেপিকে হিসাব বুঝিয়ে দেবে৷”