এই মুহূর্তে কলকাতা

বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল পাঠাচ্ছে রাজ্য।

কলকাতা, ১৬ জুলাই:- বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার বিশেষ দল পাঠাচ্ছে। সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা, সেচ, কৃষি দফতরের সচিব সহ শীর্ষ আধিকারিকরা ওই প্রতিনিধি দলে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ওই প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন। তিনি বলেন, লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় নদী প্লাবিত হয়েছে রাস্তাঘাট ডুবে গেছে বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ চরম দুর্দশায় পড়েছেন।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ কর্মীদের সঙ্গে নিয়ে ওইসব জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ এবং উদ্ধারকার্য চালাচ্ছেন। তিনি নিজে পরিস্থিতির ওপর নিরন্তর নজর রেখে চলেছেন এবং মুখ্য সচিব কেও নিয়মিত উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনা নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন রাজ্য সরকার সর্বশক্তি দিয়ে পরিস্থিতির মোকাবিলা করবে।