এই মুহূর্তে জেলা

আমতায় শুভেন্দু, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা, দিলেন আর্থিক সাহায্য।

হাওড়া, ১৫ জুলাই:- আমতার জয়পুরে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপির প্রার্থীদের বাড়িতে আগুন। শনিবার ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্র এলাকার আমতা ২ ব্লক, জয়পুর থানার অমরাগড়ী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাঁকরোল গ্রামে বৃহস্পতিবার রাতে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা ঘটে। পঞ্চায়েত নির্বাচনের দুই বিজেপি প্রার্থীর বাড়িতে রাতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির তরফ থেকে এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। শনিবার দুপুরে সেখানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দুপুর পৌনে ২টো নাগাদ আমতার কাঁকরোল গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এক সপ্তাহের মধ্যে জয়পুর থানা ঘেরাওয়ের ডাক দেন শুভেন্দু।

দুই বিজেপি প্রার্থীর সঙ্গেও কথা বলেন তিনি। কিছু আর্থিক সাহায্য করেন পরিবারের বাচ্চাদের বই কেনার জন্য এবং কিছুটা পরিবারের আর্থিক সমস্যা সামলে নেওয়ার জন্য। প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে আমতার জয়পুর থানার অমরাগোড়ী অঞ্চলের কাঁকরোল গ্রামে দুই মহিলা বিজেপি প্রার্থীর ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। একটি দোকান সহ মোট ৬টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ওইদিন রাতেই ঘটনস্থলে এসে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা নেতৃত্ব। জানা গেছে, ঘটনার জেরে প্রায় ৬টি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। এদিকে স্থানীয়দের মধ্যে আস্থা ফেরাতে শুক্রবার সকালে কাঁকরোল গ্রামে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।