এই মুহূর্তে জেলা

জয়পুরে ভোট পরবর্তী হিংসার ঘটনা।


হাওড়া, ১৪ জুলাই:- হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্র এলাকার আমতা ২ ব্লক, জয়পুর থানার অমরাগড়ী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাঁকরোল গ্রামে বৃহস্পতিবার রাতে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা ঘটলো। পঞ্চায়েত নির্বাচনের দুই বিজেপি প্রার্থী ও কয়েকজন বিজেপি নেতা সহ কর্মী সমর্থকদের বাড়িতে রাতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। বিজেপির তরফ থেকে এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

এদিকে রাতেই ঘটনস্থলে এসে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। পরে আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা নেতৃত্ব। জানা গেছে, ঘটনার জেরে প্রায় ৬টি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। এদিকে স্থানীয়দের মধ্যে আস্থা ফেরাতে শুক্রবার সকালে কাঁকরোল গ্রামে পৌঁছান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।