হাওড়া, ১৪ জুলাই:- পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে জিতে এসে তৃণমূলে যোগ দিলেন বাগনানের জয়ী এক মহিলা প্রার্থী। হাওড়ার বাগনান-১ ব্লকের হাটুরিয়া-১ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে। হাটুরিয়া-১ পঞ্চায়েতের বিজয়ী কংগ্রেস প্রার্থী হাসিনা বিবির হাতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দলের পতাকা তুলে দেন হাওড়া জেলা (গ্রামীণ) তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক রাজা সেন।
তিনি বলেন, নির্বাচনের ফল ঘোষণার দিনই কংগ্রেসের জয়ী প্রার্থী হাসিনা বিবি তৃণমূলে যোগ দেবার বিষয়ে তাঁর ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাজ্য নেতৃত্বের অনুমতি নিয়ে হাসিনা বিবিকে আমরা এদিন দলে নিয়েছি। হাসিনা বিবি জানান, কংগ্রেসের টিকিটে ভোটে জেতার পর দেখলাম কংগ্রেস নেতৃত্ব সিপিএমের সঙ্গে জোট করতে চাইছে। এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারই প্রতিবাদে আমি কংগ্রেস ত্যাগ করেছি।