এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই নির্বাচনী বিধি তুলে নিল কমিশন।

কলকাতা, ১২ জুলাই:- রাজ্যের দশম পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী বিধি তুলে নেওয়া হলো বুধবার বিকেলেই। ফল প্রকাশের পর থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙ্গর। এমতবস্থায় কমিশনের পক্ষ থেকে কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং রিপোর্টও চেয়ে পাঠানো হয়নি জেলা প্রশাসনের কাছে। তবে কমিশন জানিয়েছে ভাঙরে অশান্তি নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয়। ভাঙ্গর নিয়ে কোন রিপোর্টই তলব করেনি কমিশন এবং জেলা শাসকও আলাদা করে জানায়নি কমিশনকে ও কমিশনও জানতে চায়নি জেলা প্রশাসনকে পাশাপাশি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও ভাঙরের ঘটনার সম্পর্কে কোন অভিযোগ করেনি ফলে কমিশন ও নিজের থেকে কোন পদক্ষেপ করেনি।

বুধবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান ভাঙ্গর নিয়ে তাঁর কাছে কোন রিপোর্ট আসেনি। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পরেই একের পর এক অভিযোগের আঙ্গুল উঠেছে খোদ কমিশনারের দিকেই। সেখানে ভোট পর্ব শেষ হওয়ার আগেই এবং চূড়ান্ত ফল ঘোষণার আগেই কমিশনের তরফ থেকে নির্বাচনী বিধি প্রত্যাহার করাকে কেন্দ্র করেই ফের আবারও বড় প্রশ্নচিহ্নের মুখে পড়লো রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের আইন ও নিয়ম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই প্রত্যাহার করা হয় নির্বাচনী বিধি। কিন্তু এবার রাজীব সিনহা সব নিয়মকে তোয়াক্কা না করেই নিজেই নির্বাচনী বিধি প্রত্যাহর করেন। এদিনই হাইকোর্টে ফের ভৎসনার মুখে পড়তে হয় কমিশনারকে। তার পরেই কমিশনের এই নির্বাচনী বিধি প্রত্যাহারের সিদ্ধান্ত রীতিমতো আবারও বিপাকে ফেলে দিয়েছে নির্বাচন কমিশনকে।