এই মুহূর্তে কলকাতা

ভোটে অশান্তির ঘটনায় মৃতদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১২ জুলাই:- পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নবজোয়ারে শান্তির বার্তা না দিলে আর বড় ঘটনা ঘটত। ৯০ শতাংশ সফল হয়েছি, ১০ শতাংশ ভুল থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। গণনার পরেও ভাঙড়ে যা হয়েছে, তা না হলেও ভাল হত। যেই খুন করে থাকুক, কাউকে ছাড়া হবে না’। তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘পদক্ষেপ নিতে পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, সব পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য করা হবে। ভোট বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৯ জনের মৃত্যু হয়েছে।

তার মধ্যে ১০ জনই তৃণমূলের।ভেদাভেদ না করে নিহত ১৯জনের পরিবারকে হোমগার্ডের চাকরি, আর্থিক সাহায্য দেওয়া হবে।” পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার রাতে ভাঙড়ে হিংসা ও অশান্তির জন্য তিনি সরকারি বিরোধীদের দায়ী করেন। এছাড়াও তাঁর প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে ভাঙড়ে অশান্তি হল। তাঁর আরও দাবি, বাইরে থেকে গুন্ডা এনে অশান্তি করা হয়েছে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাঙড়ে গণ্ডগোল করেছে বিরোধী দল। কারণ আমরা ওখানে জিতিনি। বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গেছে। আমরা দুঃখিত।” এদিন তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তুলে বলেন, ‘৭১ হাজার বুথে ভোট হয়েছে, বড়জোর ৭টা বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে। যে ভোট নষ্ট করেছে, পুকুরে ব্যালট বাক্স ফেলছে, কেন গ্রেফতার হবে না?’