এই মুহূর্তে জেলা

নদীয়ায় ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি।

নদীয়া, ১০ জুলাই:- ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর আহত তৃণমূলের ব্লক সভাপতি। যদিও আহত আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের দিব্য ডাঙ্গার। অভিযোগ গতকাল রাতে শান্তিপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার তার অনুগামীদের সাথে নিয়ে বাড়ির পাশেই নির্বাচনী পরবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলেন। অভিযোগ হঠাৎই একদল দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়, এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলে গুরুতর জখম হয় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী, এরপর ব্লক সভাপতি সুব্রত সরকারের উপর চড়াও হয় দুষ্কৃতীরা।

লোহার রড ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করে। অভিযোগ মাথায় ধারালো অস্ত্রের কোপ মারাতে গভীর ক্ষত হয় ব্লক সভাপতির, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। গভীর রাত্রি হয়ে যাওয়ার কারণে অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত না থাকায় আহত তৃণমূল কর্মীরায় ব্লক সভাপতি কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে শান্তিপুর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হয় প্রত্যেকের। যদিও খবর পেতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর ছুটে আসে শান্তিপুর হাসপাতালে। এরপর ব্লক সভাপতির উপরে কি কারণে এই হামলা তা জানার চেষ্টা করে পুলিশ। অন্যদিকে একজন ব্লক সভাপতি উপরে গভীর রাতে এই ধরনের হামলার ঘটনায় হাসপাতালে দেখা করতে দেখা গেল না তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের। তবে আচমকাই হামলার ঘটনা পরিকল্পনামাফিক ভাবেই করা হয়েছে বলে দাবি করেন আক্রান্ত ব্লক সভাপতি সুব্রত সরকার। গোটা ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।