এই মুহূর্তে জেলা

মাস্কহীন ক্রেতাদের পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা হুগলি জেলা প্রশাসনের।

সুদীপ দাস, ২৫ অক্টোবর:- টানা দু’দিন রাজ্যে কোভিড সংক্রমনের সংখ্যা ন’শোর ঘর অতিক্রম করেছে। এই মুহুর্তে সকলকে কোভিড বিধি মানাতে উদ্যোগী হয়েছে পুলিশ-প্রশাসন। সোমবার চুঁচুড়া-মগরা ব্লকের বেশকিছু ব্যাবসায়ী সমিতিগুলিকে নিয়ে জরুরি বৈঠক করেন সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি। এদিন চুঁচুড়ায় সদর মহকুমা শাসকের সভাকক্ষে এই আলোচনা সভা হয়। এবিষয়ে সদর মহকুমা শাসক কিছু বলতে না চাইলেও ঘড়ির মোড় হকারস জনকল্যান সমিতির সহ-সম্পাদক অমল দাস বলেন সোমবার সদর মহকুমা শাসক দপ্তরের ডাকা বৈঠকে চুঁচুড়া থানার ঘড়ির মোড়, চকবাজার, ব্যান্ডেল মগরা থানার ত্রিবেনী, বাঁশবেবেড়িয়া প্রভৃতি এলাকার ব্যাবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকল ব্যাবসায়ীকেই মাস্কবিহীন ক্রেতাদের পণ্য বিক্রি করতে বারণ করা হয়েছে। পাশাপাশি ব্যাবসায়ী সমিতিগুলিকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইক প্রচারের আবেদন জানানো হয়েছে।