এই মুহূর্তে জেলা

ভোটগ্রহণ কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উলুবেড়িয়ার হাটগাছায়।

হাওড়া, ৮ জুলাই:- ভোটগ্রহণ কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠলো উলুবেড়িয়ার হাটগাছায়। উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ১ পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর করা হয় ব্যালট বাক্স। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ ও ৯৯ক বুথের ভোট গ্রহণ চলছিল ওই বিদ্যালয়ে। আর হঠাৎই ওই বুথে হামলা চালায় একদল দুষ্কৃতি।

এমনটাই অভিযোগ এলাকার মানুষের। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ভোটগ্রহণ কেন্দ্র। ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয় ব্যালট বাক্স। এদিকে, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়ার এসডিপিও এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুকুর থেকে তোলা হয় ব্যালট বাক্স। ভোট কর্মীদের উদ্ধার করা হয়।